banners

হ্যাক থেকে বাচান আপনার ফেসবুক আইডি

টিপস গুলো হয়ত অনেকের ই জানা আছে এবং আগেও হয়তো  প্রকাশিত হয়েছে। তবুও যারা জানেন না তাদের জন্য  এই পোস্ট। সাবধান থাকলে তো ক্ষতি নাই। তাই যারা আগেই জানেন তারাও একবার দেখে নিন । আশা করি ভালো লাগবে।

হ্যাক থেকে বাচান আপনার ফেসবুক আইডি ।বর্তমানে গনহারে হ্যাক করা হচ্ছে ফেসবুক এক্যাউন্ট ।তাই কিছু টিপস আপনাদের জন্য ।আশা করি আপনাদের উপকার হবে ।

1. Secure ব্রাউজিং Enable করুনSecure ব্রাউজিং বলতে মূলত একটি সুরক্ষিত ইন্টারনেট সংযোগের মাধ্যমে ফেসবুক  ব্রাউজ করাকে বুঝানো হয়েছে।নিরাপদ কানেকশন এর মাধ্যমে একটি সফল হ্যাকিং আক্রমণ থেকে 90% ঝুকিমুক্ত থাকা সম্ভব।

2. Login Approvals অন করুন- এতে হ্যাকাররা পাসওয়ার্ড জানতে পারলেও লগিন করতে পারবেনা কারন লগিন করার সাথে সাথে আপনার মোবাইলে কনফার্মেশন কোড পাঠাবে এফবি যতক্ষন না কোড সাবমিট করেছেন লগিন হবে  না।আপনি নিরাপদ ও দ্রুত আপনার পাসওয়ার্ড পরিবর্তন করেন ।

3. Text message নাটিফিকেশন Activate করুন- ফেসবুক সকল FB ব্যবহারকারীদের বিনামূল্যে টেক্সট মেসেজ নাটিফিকেশন  সুবিধা প্রদান করছে। যখন কোনো কম্পিউটার অথবা মোবাইল থেকে আপনার একাউন্টে ঢোকা হবে তখন টেক্সট মেজেস নটিফিকেশন আপনার কাছে পৌছে যাবে।এরপর আপনি সহজেই বুঝতে পারবেন আপনি নিজে অথবা হ্যাকার আপনার একাউন্টে লগইন করেছে কিনা। তখন আপনি দ্রুত আপনার পাসওয়ার্ড পরিবর্তন করিতে পারবেন।

4সর্বদা একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন-শক্তিশালী পাসওয়ার্ড হ্যাকার থেকে ফেসবুক একাউন্ট সংরক্ষণ করার    সেরা উপায়।যদি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই সর্বনিম্ন ৩টি ক্যাপিটাললেটার, ৩টি স্মলারলেটার,৩টি নাম্বার এর সংখ্যা ব্যবহার করতে হবে (উদাহরণস্বরুপঃ XYZabc@123)। এইধরনের শক্তিশালী পাসওয়ার্ড আপনার ফেসবুক  একাউন্টের  নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধি করতে সহায়তা করবে।

5. 3rd পার্টি এপ্লিকেশন ব্যবহারকরার সময়সতর্ক থাকুন-ফেসবুককে আরো মজা এবং আরো আরামদায়ক করার জন্য তৃতীয়পক্ষের Apps এর অভাব নেই।কিন্তু এখন হ্যাকাররা এগুলোকে ব্যবহার করে তাদেরহ্যাকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা কোন নির্দিষ্ট সময়ে এগুলো ব্যবহার করে থাকি কিন্ত ব্যবহার শেষে সেগুলোকে remove/disable করতে ভূলে যাই।এর ফলে আমাদের ফেসবুক একাউন্ট হ্যাক হতে পারে।সুতরাং আপনার এপস সেটিং  পৃষ্ঠায় যান, তারপর যেসব এপস্ আপনি ব্যবহার করছেন না সেগুলোকে disable করে দিন।

6. সিকিউরিটি প্রশ্ন- আপনার সিক্যুরিটি কোয়েশ্চন সেট করা থাকলে ভালো না থাকলে আরো ভালো ।তাই  সিকুরিটি কোয়েশ্চেন সিলেক্ট করার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে কারন আমরা প্রা য়সব সময় সহজ আনসার দিয়ে রাখি তাই সিক্যুরিটি আনসার দেবার সময় অবশ্যই সহজ কোনো কি ছুনা দিয়ে কঠিন কিছুদিন ।কারন আমি দেখেছি প্রায় বেশির ভাগ এফবি ব্যাবহার কারি কোন টাউনে জন্মগ্রহন করেছেন বা দাদি নানি পেশায় কি ছিলেন তা দিয়ে রেখেছেন যে গুলারউত্তর অনেকেই আইডিয়া করে সাবমিটকরে আপনার এক্যাউন্টটি হ্যাক করে নিতে পারে।তাই সিক্যুরিটি আনসার দেবার সময় ভেবে চিন্তে দিয়েন ।যাতে সহজে কেউ বের করতে না পারে ।না দিলে ভালো এইজন্য বললাম কারন সিক্যুরিটি কোয়েশ্চেন না থাকলে এই প্রসেসে কেউ আইডি নিতে পারবে না।

0 comments:

Copyright © 2013 indian visa full update